আবু ছায়েদ,পীরগাছা প্রতিনিধিঃ-
জাপার চেয়ারম্যান জিএম কাদের বলেছেন,এবারের নির্বাচন সুষ্ঠু না হলে রাজনৈতিক
কিছুটা অস্থিরতা থাকবে। যদি ৭ জানুয়ারি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে এই অস্থিরতা আরো নির্বাচনের পরে বাড়তে পারে।
তিনি আরও বলেন, দেশে যদি কোন সমস্যা হয় তাহলে আমরা সবাই মিলে সমাধান করব। এই দেশে কোন ভয়ভীতি থাকবে না। আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করে নির্বাচনে অংশ গ্রহণ করেছি। আপনাদের দাবী পূরনের লক্ষ্যে নির্বাচন করছি।
আজ বৃহস্পতিবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৪ আসনে পীরগাছা উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাপার মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল এর নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন জাপার চেয়ারম্যান জিএম কাদের।
এসময় উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান ও
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা,পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জাতীয় পার্টির সভাপতি আবু নাসের শাহ মো.মাহবুবুর রহমানসহ উপজেলা জাতীয় পার্টির সকল নেতা কর্মী বৃন্দ। ।