সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
মাথার খুলিসহ ২টি বার্কিং হরিণের শিং উদ্ধার করল আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ( ১০ জানুয়ারি ) সন্ধ্যায় ভারতের উত্তরবঙ্গের আমবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার আলমগীর হক সহ অন্যান্য বনকর্মীরা ক্রেতা সেজে অভিযানে নামেন। রাজগঞ্জের ফাটাপুকুর এলাকা থেকে ২টি বার্কিং হরিণের শিং সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। পাচারে ব্যবহৃত ১টি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে। বনদপ্তর সূত্রে প্রকাশ, আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িতে হাত বদল হয়ে নেপাল পাচার হচ্ছিলো মাথার খুলি সহ ২টি বার্কিং হরিণের শিং। ধৃতদের বৃহস্পতিবার (১১ জানুয়ারি ) জলপাইগুড়ি জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply