সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ-
নেপালের মধ্য- পশ্চিমাঞ্চলের ডাং জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১২ জানুয়ারি ) গভীর রাতে। এ ভয়াবহ দুর্ঘটনার জেরে প্রাণ হারাল ২ জন ভারতীয় সহ ১২ জন যাত্রী। দুর্ঘটনায় এখনও পর্যন্ত মাত্র ২ জনের পরিচয় জানা যায়নি। এই দুর্ঘটনা নিয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার (১২ জানুয়ারি ) গভীর রাতে বাসটি বাংকের নেপালগঞ্জ থেকে কাঠমান্ডু যাওয়ার পথে সেতু থেকে ছিটকে গিয়ে রাপ্তি নদীতে পড়ে যায়। ভালুবাংয়ের এরিয়া পুলিশ অফিসের চিফ ইন্সপেক্টর উজ্জ্বল বাহাদুর সিং সাংবাদিকদের জানিয়েছেন, আমরা কেবল ৮ জন মৃত যাত্রীর পরিচয় নিশ্চিত করেছি, যার মধ্যে ২ জন ভারতীয় ও রয়েছেন। বাস দুর্ঘটনায় আরও ২২ জন যাত্রী আহত হয়েছেন। এই দুর্ঘটনায় মৃত ভারতীয়রা হলেন মালাহির যোগেন্দ্র রাম (৬৭)। তিনি বিহারের বাসিন্দা। অন্যজন হলেন মুনে (৩১)। সে উত্তরপ্রদেশের বাসিন্দা। এ দুর্ঘটনা নিয়ে কোহালপুরের এরিয়া পুলিশ অফিসের ডিএসপি সুন্দর তিওয়ারি জানিয়েছেন, আহতদের মধ্যে ৮ জনকে নেপালগঞ্জ মেডিক্যাল কলেজ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply