কাউখালী (পিরোজপুর )প্রতিনিধিঃ-
পিরোজপুরের কাউখালীতে দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালত ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন । শনিবার (১৩ জানুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ উপজেলার নিলতী সম্মিলীত মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাজার থেকে সন্দেহভাজন হিসেবে দুই মটরসাইকেল আরোহীকে তল্লাশি করলে এসময় তাদের কাছ থেকে গাজা উদ্ধার করা হয়। থানা পুলিশ কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. স্বজল মোল্লাকে বিষয়টি অবহিত করলে তিনি তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে এসে আটক দুইজনকে মাদক সেবন ও পরিবহনের অপরাধে উপজেলার নিলতী গ্রামের আশ্রাফ আলী ছেলে তরিকুল ইসলাম (২৩) ও পারসাতুরিয়া গ্রামের মোসলেম আলী হ ছেলে মিরাজ হোসেন (২৪) কে মাদকদ্রব্য আইনে ভ্রাম্যমান আদালতের বিচারক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার কাজে দোষ স্বীকার করলে উভয়কে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। এর আগে মাদক বিরোধী অভিযান পরিচালন করেন কাউখালী থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলাম, এসআই অশোক ও এএসআই জামান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরোটলারেন্স, আপনারা মাদক, জুয়া ও সকল প্রকার অপরাদ সম্পর্কে উপজেলা প্রশাসন ও কাউখালী থানা পুলিশকে অবহিত করবেন। আমরা আপনাদের নাম ঠিকানা গোপন রেখে অভিযান পরিচালনা করবো।
Leave a Reply