সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
বাইক দুর্ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় মৃত্যু হল ৬ জনের। হেলমেট বিহীন বাইকে দুর্ঘটনা ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার একাধিক জায়গায়। রবিবার (১৪ জানুয়ারি ) পর পর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের। মৃতদের ২ জনের নাম পরিচয় জানা যায়নি। বাকিরা নদিয়ার দেবগ্রামের বাসিন্দা। বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি থেকে কালীপুজো দেখে ফেরার পথে নদিয়ার কালিগঞ্জ থানা এলাকার ধজপুকুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে ডাম্পার এবং বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। সূত্রে খবর, বহরপুর থেকে কালীপুজো দেখে ফেরার পথে নদিয়ার দেবগ্রামের ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের নাম আশিষ সর্দার, মিন্টু সর্দার এবং সুমিত হাজরা। মৃত যুবকদের প্রত্যেকের বাড়ি কালীগঞ্জ থানার দেবগ্রামে। এই ঘটনায় ঘাতক ডাম্পাটিকে আটক করা হয়েছে। পলাতক অভিযুক্ত চালক। একই এলাকায় ৩ যুবকের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। এই দুর্ঘটনায় নিহত হাঁসখালি থানার ২ জন। তাঁদের নাম পরিচয় জানা যায়নি। বাইক দুর্ঘটনায় মৃত আরেকজনের বাড়ি শান্তিপুরের গোবিন্দপুরে। তবে তাঁর নাম জানা যায়নি এখনও। পুলিশ দুর্ঘটনার তদন্তে নেমেছে।
Leave a Reply