রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ-
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৫ জানুয়ারি)বিকালে কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির শেখ কাউখালী থেকে ইন্দুরকানি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি হয়ে যাওয়ায় তাকে এক বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাহবুব আলম, উপ প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান ফকির, উপজেলা পরিষদের সিএ জাহিদ রানা। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সহকারি প্রশাসনিক কর্মকর্তা রুদ্ধ কর। এছাড়া কাউখালী উপজেলা কর্মচারী ক্লাবের উদ্যোগেও বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, আমাদের চাকরি হল বদলিজনিত। যেখানেই আমরা চাকরি করব ওখানকার জনগণকে আপন করে নিতে হবে এবং তাদের কাঙ্খিত সেবা দিতে হবে।
Leave a Reply