মোঃ ফয়সাল হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ-
১৬/০১/২০২৪ মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ থানাধীন মুক্তারপুর সাকিনস্থ মুক্তারপুর পূুনিমা পেট্টোল পাম্প এর সামনে পাকা রাস্তার উপর হইতে মুন্সিগঞ্জ ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া
ধৃত আসামী ১। সালামত উল্লাহ (১৮), পিতা-নূরুল ইসলাম হক, মাতা-আজিজা বেগম, (রোহিঙ্গা ভাসমান), ২। মোঃ আইয়াজ (৩২), পিতা-কালা মিয়া, মাতা-মৃত খাদিজা বেগম, (রোহিঙ্গা ভাসমান), উভয় সাং-লেদা, ২৪ নং রোহিঙ্গা ক্যাম্প, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার তাদের নিকট হইতে ৪ হাজার পিছ ইয়াবা সহ উক্ত ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।
অপর আরেকটি অভিযান
মুন্সীগঞ্জ থানাধীন গনকপাড়া মিলন ক্লাবের সামনে পাকা রাস্তার উপর থেকে ডিবি পুলিশ গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া হইতে ধৃত আসামী
১। জেসমিন নূর (২৬), পিতা-মৃত কাশেম, মাতা-আয়েশা, স্বামী-মৃত রফিক, সাং-ছুমিতিপাড়া, ওয়ার্ড নং-৯, ডাকঘর রেইনগুট, ইউপি-করোলিয়া, থানা-রামু জেলা-কক্সবাজার, ২। আরফা (২০), ৩। রোজিনা (১৮), উভয় পিতা-মৃত রফিক, মাতা-জাহিদা বেগম, সাং-লেদা রোহিঙ্গা ক্যাম্প নং-২৪, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, (রোহিঙ্গা ভাসমান)দের নিকট হইতে
৪ হাজার ৫০ পিছ ইয়াবা সহ উক্ত ব্যক্তিদেরকে আটক করেন। আসামীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হইয়াছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।