সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মদের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে প্রাণ হারালেন ১ জন। আগুনের লেলিহান শিখায় ওই মদের দোকানের বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। বুধবার (১৭ জানুয়ারি ) ভোরে গাজিয়াবাদের মোহননগর এলাকায় অবস্থিত একটি মদের দোকানে আগুন লাগে, ভোর ৪ টায় আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। দমকল কর্মীদের বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, ১ জনকে প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। দমকল অফিসার রাহুল পাল সাংবাদিকদের জানিয়েছেন, ” বুধবার (১৭ জানুয়ারি ) ভোর ৪টায় আমরা খবর পাই, গাজিয়াবাদের মোহননগর এলাকায় অবস্থিত একটি মদের দোকানে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছেন। অগ্নিকান্ডে অনুজ নামে ১ জনের মৃত্যু হয়েছে।” আগুন কিভাবে লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply