সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ভারতের গুজরাটে বোট ডুবে ১১ জনের মৃত্যু হল। এরা সকলেই শিশু বলে জানা গেছে। রাজ্যের ভদোদরার হারানি হ্রদে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওই বোটে মোট ২৭ জন যাত্রী ছিলেন বলেই জানা গেছে। এরা সকলেই ছাত্র বলে খবর দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। এখন ও চলছে উদ্ধার কাজ। এ পর্যন্ত ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ৯ শিশু ও ২ শিক্ষকের মৃতদেহ উদ্ধার হয়েছে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, ” হারানি হ্রদের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। যে শিশুদের মৃত্যু হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করি। প্রয়াতদের পরিজনদের প্রতি ও আমার সমবেদনা রইল। এই শোক সহ্য করার মতো শক্তি তাদের পরিবারের লোকদের ঈশ্বর দিন। এখন ও নৌকায় থাকা শিক্ষক ও শিশুদের উদ্ধার করার কাজ চলছে। স্থানীয় প্রশাসনকে সকলকে প্রয়োজনীয় সাহায্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।” এই বোটে ছিলেন মোট ২৭ জন। এই পড়ুয়াদের নিয়ে একটি পিকনিক চলছিল। সেখানেই বোট উল্টে যায়। এখন বাকি ছাত্রদের জন্য সন্ধান চালাচ্ছে কর্তৃপক্ষ। এখনও উদ্ধার কাজ চলছে।
Leave a Reply