সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
শান্ত হতে চাইছে না ভারতের মণিপুর রাজ্য। জাতিগত দাঙ্গার রেষ এখনও কাটেনি। চলছে গোলাগুলি ও সংঘর্ষ। রাজ্যে বুধবার (১৭ জানুয়ারি ) ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মণিপুর পুলিশের এক কমান্ডো নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজধানী ইম্ফল থেকে ১১০ কিলোমিটার দূরে সীমান্ত শহর মোরেতে। মণিপুর সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশ, একদল সশস্ত্র আক্রমণকারী রেহের কাছে একটি নিরাপত্তা পোস্টে হামলা চালায়। হামলাকারীরা অস্থায়ী কমান্ডো পোস্টে হামলা চালায় এবং আশেপাশে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত করে। মৃতের নাম ওয়াংখেম সমরজিৎ। এক পুলিশ অফিসারকে খুনের ঘটনায় পুলিশ ২ আদিবাসিকে গ্রেফতার করার পর কুকি গ্রুপ ব্যাপক বিক্ষোভ করে।
Leave a Reply