মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ-
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৪-২৫ইং ঘিরে ব্যস্ততায় রয়েছেন প্রার্থীরা। প্রতিবারের মত এবারের নির্বাচনেও মুখোমুখি হতে যাচ্ছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
গত সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে গঠিত নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন প্যানেল দুইটির শীর্ষ ব্যক্তিরা।
আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদে যারা হলেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল হাসান মৃধা প্রার্থী হয়েছেন। এছাড়াও সহ সভাপতি পদে অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট ফিরোজ খান, সহ সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামরুজ্জামান মুকুল, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আক্তারুজ্জামান আবুল, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট রেজাউল হক, দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট আমান উল্লাহ রিপন, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট হাবিবা আক্তার বিথী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মোস্তফা, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট শশী শেখর দাস, অ্যাডভোকেট আবু হানিফ হিরু, অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র মন্ডল, অ্যাডভোকেট হাসান দেওয়ান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে যারা
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সভাপতি পদে লড়বেন অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম। এছাড়াও সহ সভাপতি পদে অ্যাডভোকেট নাছিম আক্তার সুমন, অ্যাডভোকেট মো. মহিউদ্দিন, সহ সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ আবদুল জাব্বার জিলু, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মো. আরফান সরকার খোকন, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ জামাল হোসেন বিপ্লব, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো.আলমগীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লাইলী আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মেহেদী হাসান, সদস্য পদে অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট শাহিন আলম, অ্যাডভোকেট অমিত বসাক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জানা গেছে, এবছর স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ নির্বাচনে অংশগ্রহণ করছেন না।
তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির এক বছর মেয়াদী নির্বাচন। ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। পরদিন ৩১ জানুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট নাছিমা আক্তার।
Leave a Reply