সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ভারতের মণিপুরে ভয়াবহ ঘটনা। আসাম রাইফেলসের এক জওয়ান গুলি চালালেন সহকর্মীদের উপর। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৬ জওয়ান। এরপর নিজেকে গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন অভিযুক্ত জওয়ান। গুরুতর আহত জওয়ানদের চিকিৎসার জন্য সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে উচ্চরত কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে প্রকাশ, মঙ্গলবার (২৩ জানুয়ারি ) গভীর রাতে দক্ষিণ মণিপুরের সাজিক তাম্পাক এলাকায় এই ঘটনা ঘটেছে। আসাম রাইফেলসের এক জওয়ান আচমকাই তাঁর ৬ সহকর্মীর উপর গুলিবৃষ্টি করেন। শেষে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। পুলিশ আধিকারিকদের দাবি রাজ্যের জাতিগত সংঘর্ষের সঙ্গে এই ঘটনার কোনও রকম সম্পর্ক নেই। অভিযুক্ত এবং আহত ৬ জওয়ান মণিপুরের অধিবাসী নন। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে কোনও রকম প্ররোচনায় পা দিতে বারণ করা হয়েছে।
Leave a Reply