কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ-
পিরোজপুরের কাউখালীতে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়। বুধবার (২৪ জানুয়ারি) দুপুর বারোটায় উপজেলা প্রশাসন মাঠে ১৫ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্টল নিয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন করা হয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মহাসিন কবির, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, এগারো গ্রাম সম্মিলিত শিক্ষানিকেতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানভীর আহমেদ, চলাঘাতে মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুস্তম আলী, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী, সাংবাদিকবৃন্দ, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী মেলার সমাপ্তি ঘটবে।
Leave a Reply