পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ-
রংপুরের পীরগাছায় দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১১ পেরিয়ে ১২ বর্ষে পর্দাপণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার অডিটরিয়াম হল রুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন হয়।
পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সীর সভাপতিত্বে ও এশিয়ান টিভি পীরগাছা উপজেলা প্রতিনিধি রাজীব মুন্সীর সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি।
বিশেষ অতিথি ছিলেন পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মোঃ মাহাবুবার রহমান মাহাবুব, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন, উপজেলা আ,লীগের সভাপতি তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহামুদ মিলন, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান মন্ডল, এশিয়ান টিভি রংপুর ব্যুরো প্রধান বাদশা ওসমানী, গ্লোবাল টিভি রংপুর ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেল, পি.এস.ডি.ও চেয়ারম্যান শাহ মোঃ শারেখ খন্দকার জয় প্রমুখ।
এ সময় রংপুর ও পীরগাছায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply