সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
অন্ধ বিশ্বাসে বলি না খুন ! ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশুকে গঙ্গার জলে ডুবিয়ে খুন করল বাবা- মা। বুধবার (২৪ জানুয়ারি ) হরিদ্বারের হর কী পোড়ি ঘাটে নিজের ছেলেকে ডুবিয়ে রাখল বাবা- মা। রাজকুমার সাইনি, মা শান্তি এবং পরিবারের আরও বেশ কয়েকজন মিলে ভারতের উত্তরাখন্ডের হরিদ্বারের হর কী পৌড়ি ঘাটে নিয়ে গিয়ে ওই শিশুকে গঙ্গার জলে ডুবিয়ে রাখে। একটানা জলে ডুবে থাকায় ক্যান্সার আক্রান্ত শিশুর নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে সে মারা যায়। ঘটনার আকস্মিকায় অবাক হয়ে ওই ঘাটে হাজির বেশ কয়েকজন সেখানে এগিয়ে যান এবং বাবা, মায়ের কাছ থেকে ওই ডুবন্ত শিশুকে ছিনিয়ে নিয়ে যান। জল থেকে তুলে ঘাটে নিয়ে গেলেও শেষপর্যন্ত ওই শিশুর প্রাণ রক্ষা করা যায়নি। এক নাগাড়ে জলে ডুবে থাকায় মৃত্যু হয় ক্যান্সার আক্রান্ত শিশুটির। ভাইরাল হয়েছে মর্মান্তিক ঘটনার ভিডিও। এরপরেই পুলিশ ওই শিশুর বাবা, মা এবং মাসিকে গ্রেফতার করে।