সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
বাংলা, পাঞ্জাবের পর এবার বিহারে বড় ধাক্কা ইন্ডিয়া জোটের। সূত্রের দাবি, হাত ছেড়ে ফের পদ্ম শিবিরে ফিরতে পারেন নীতীশ কুমার। জোট সঙ্গী লালুপ্রসাদ যাদব ও চিরাগ পাসোয়ানের বদলে বিজেপির হাত ধরেই বিহারের মসনদ টিকিয়ে রাখার ছক কষছেন বলেই সূত্রের খবর। আচমকাই বেসুরো হয়েছেন ইন্ডিয়া জোটের অন্যতম মুখ তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পরিবার তন্ত্র নিয়ে খোঁচা দিয়েছেন। এর মধ্যেই শোনা যাচ্ছে, বিরোধী জোট ছেড়ে আরও একবার এনডিএ জোটের শরিক হতে চলেছেন। তবে সেটা হলে বিহারের সরকার ভাঙতে হবে। কারণ বর্তমানে আরজেডি, জেডিইউ, কংগ্রেস সহ একাধিক বিজেপি বিরোধী দল মিলে বিহারে সরকার গড়েছে। সেই জোট ছেড়ে বেরিয়ে আসতে হলে সরকার ভাঙতে হবে। সেক্ষেত্রে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, রবিবার (২৮ জানুয়ারি ) বিজেপির হাত ধরে নতুন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন সুশীল মোদি। জানা যায়, ৪ ফেব্রুয়ারি বিহারের বেতিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় উপস্থিত থাকবেন নীতীশ কুমার।
Leave a Reply