স্টাফ রিপোর্টারঃ-
মুন্সীগঞ্জের সিপাহিপাড়া চৌরাস্তায় ৬০ কোটি টাকার জমি দখল মুক্ত হয়েছে। প্রধান সড়কের পাশের ফুটপাত উদ্ধার হওয়ায় মানুষের পথচলার বাঁধামুক্ত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুজাফর রিপনের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হুদা মোবাইল কোর্ট পরিচালনা করে
অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সংশ্লিষ্টরা জানায়, দীর্ঘদিন ধরে একের পর এক স্থাপনা গড়ে উঠায় একটি
অদৃশ্য শক্তি তৎপরতা চলে। এসব স্থাপনা ঘিরে চাঁদাবাজির অভিযোগসহ সহিংসতা সংঘাতের ঘটনা নিস্তনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তাই শক্তিশালী এক্সক্যাভেটর দিয়ে একের পর এক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। সংশ্লিষ্টরা জানায়, প্রায় দুই একর জায়গা দখলমুক্ত করা হয়। যার মূল্য প্রায় ৬০ কোটি টাকার সমান। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা জানান, ২২৩ টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে ৫০ টিরও বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়।
Leave a Reply