সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২০২৪ ইং এর পদ্ম পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সে অনুযায়ী দেশের মোট ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার ভূষিত করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কারটি অনুমোদন করেছেন। এর মধ্যে ৫ জনকে পদ্মবিভূষণ, ১৭ জনকে পদ্মভূষণ এবং ১১০ জনকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়েছে। আসামের ৩জন বিশিষ্ট ব্যক্তিত্ব এ বছর পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। ভারতের প্রথম মহিলা মাউথ বলে পরিচিত আসামের পার্বতী বরুয়া পদ্মশ্রী পেয়েছেন। তিনি তাঁর সামাজিক কাজের ( প্রাণী কল্যাণ) জন্য স্বীকৃতি পেয়েছেন। আরেক ব্যক্তি সর্বেশ্বর বসুমাতারী পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। সর্বেশ্বর বসুমাতারী চিরাংয়ের একজন আর্দশ কৃষক এবং কৃষিখাতে অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়। একইভাবে আসামের চিপাঝাড়ের লোকশিল্পী দ্রোণ ভূইয়াকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply