সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ফের ভারতের তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ। তবে এবার দুর্ঘটনার জন্য গাড়ির চালকের বিরুদ্ধেই উঠেছে অভিযোগ। রবিবার (২৮ জানুয়ারি ) ভোর বেলায় গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন চালক। সেই সময়েই সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। পুলিশসূত্রে খবর, রবিবার (২৮ জানুয়ারি ) সাতসকালে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ তামিলনাড়ুতে। ঘুরতে গিয়েছিলেন গাড়ির যাত্রীরা। বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় ৬ জন প্রাণ হারিয়েছেন। গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ৫ জন প্রাণ হারান। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনার তদন্ত চলছে।