সোহেল কবির, স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার যুবলীগ নেতা নজরুল হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রানা গ্ৰেফতার করেছে র্যাব -১১
শুক্রবার(২৬ জানুয়ারী) নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
আসামিরা হলেন, ১,মোঃ দাইয়ান(৫০) তার ছোট ভাই ২.মোঃ জাকির হোসেন (৪৫), ৩.মোঃ মহসীন (৪৫), ৪,মোঃজয়নাল আবেদীন(৪০), তার ছোট ভাই, ৫,মোঃ আরিফ(৩৮), ৬,মোঃ রানা সহ অজ্ঞাতনামা আরো ৫/৬জনকে আসামি করেন।
তাঁর প্রেক্ষিতে র্যাব-১১ শনিবার সন্ধ্যায় মামলার (ছয়) নাম্বার আসামি মাঝেরচর গ্ৰামের,সোহরাব মেম্বরের ছেলে সোনারগাঁ থানার জামপুর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রানা মিয়া(৩৫)কে তালতলা এলাকা থেকে গ্ৰেফতার করে।২৮জানুয়ারি(রবিবার) বিকেলে র্যাব-১১ এর এএসপি সদন বরুয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন।