মোহাম্মদ আরমান চৌধুরী,রাউজান চট্টগ্রামঃ-
পূর্ব জ্যৈষ্ঠপুরা ফতেয়ারখীল আল্লামা হাফেজ বজলুর রহমান রহঃ সুন্নি নূরানী ইবতেদায়ী মাদরাসা বার্ষিক আজিমুশশান নূরানী মিলাদ মাহ্ফিল ২৮ই জানুয়ারী ২৪ইং মাদরাসায় প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও দরবারে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীল এ জে এস গোলামুর রহমান আশরফ শাহ্ র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷
অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা রাশেদুল ইসলাম ও মুহাম্মদ আনিসুর রহমানের যৌথ সঞ্চচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত চিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার আরবী প্রভাষক ও সুন্নি নূরানী বোর্ড বাংলাদেশ এর চেয়ারম্যান হযরত মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রেজভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চিলেন ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোকারম। বেতাগী আস্তানা শরীফের সাহেবজাদা মাওলানা জিয়াউর রহমান আহমদ উল্লাহ (আবু শাহ্) বিশেষ বক্তা হিসেবে উপস্থিত চিলেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরী, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবেদী, সুন্নি নূরানী বোর্ড বাংলাদেশ ডাইরেক্টর হাফেজ মাওলানা আমিনুল ইসলাম কাউসার৷ মাওলানা মাহফুজুল হক আল-কাদেরী, মাওলানা আব্দুল মুত্তালিব কাদেরী৷ মাওলানা শেখ মুহাম্মদ ফোরকান কাদেরী, মাওলানা জালালুদ্দিন, মাওলানা আবুল ফাতেহ, মুহাম্মদ রাশেদুল ইসলাম, মুহাম্মদ কাউসার, রাশেদুল ইসলাম বাবলু, মাদরাসার শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম, মাওলানা আব্দুল গফুর, মাওলানা জয়নাল আবেদীন মাওলানা আব্দুল আজিজ মাদরাসার শুভাকাঙ্ক্ষী কালু সওদাগর, আব্দুস সাত্তার, আব্দুস শুক্কুর, স্থানীয় গুণিজন।
Leave a Reply