নিজস্ব প্রতিবেদকঃ-
কুমিল্লা জেলার দাউদকান্দি থানা ধীন মালিগাঁও গ্রাম নিবাসী মৃত আতিউর রহমানের পুত্র মোঃওবায়েদউল্লাহ একজন ব্যবসায়ী তিনি কয়েক জন সহযোগীদের নিয়ে ড্রেজার দিয়ে বালুর ব্যবসায় নিয়োজিত
গত ২৪ জানুয়ারি তিনি দাউদ কান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।তার অভিযোগ স্থানীয় মৃত বজলুর রহমানের পুত্র জাহাঙ্গীর মিয়া,, (৫৫) জমির হোসেন ভুইয়ার পুত্র, মোঃ জসিম মিয়া (৪৭),মোঃ জসিম মিয়ার পুএ সিয়াম মিয়া (২২) আল আমিন মিয়ার পুত্র খলিল মিয়া,( ২০) সহ অজ্ঞাত নামা কয়েকজন চাঁদার দাবিতে দীর্ঘদিন যাবত নানাবিধ ভয় বিত্তি হুমকি ধামকি দিয়ে আসছিল। অভিযুক্তরা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদকদ্রব্য ক্রয় বিক্রয়সহ বিভিন্ন অসামাজিক কাজকর্মের সহিত প্রত্যক্ষ ভাবে জড়িত, বিবাদীরা বিভিন্ন সময়ে আমাদের ভয় দেখিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে চাঁদা আদায় করে থাকে, এরই ধারাবাহিকতায় গত ২৪ জানুয়ারি উক্ত সাক্ষী, রফিকুল ইসলামের পুত্র, মোশারেফ হোসেন (২৮) মোঃ আব্দুস সাত্তার মিয়ার পুএ, মোঃআল আমিন পিতা মৃত, আনু মিয়ার ছেলে নাঈম মিয়া পিতা মৃত মহিউদ্দিন মুন্সির ছেলে, আমানুল্লাহ মুন্সী, পিতা মৃত ইউনুস মোল্লার ছেলে মেহেদী হাসান, পিতা মৃত সাহেবআলী সরকারের ছেলে শাহিন সরকার সাং মালীগাঁও, মালীগাঁও ইউপি থানা দাউদ কান্দি জেলা, কুমিল্লা সহ আরো অনেকে
ঘটনার দিন ও সময় ২৪ /০১/২০২৪ ইং সকাল অনুমান ১০ ঘটিকার সময়। ঘটনাস্থল কুমিল্লা জেলার দাউদ কান্দি মডেল থানাধীন মালীগাঁও সাকিনস্থ মালীগাঁও পূর্ব মাঠে চকের ভিতরে বিবাদীগন। এজাহারে উলেক্ষ কৃত সাক্ষী গনের উপস্থিতিতে,বিবাদীরা চাঁদা চাহিলে মালীগাঁও গ্রামের এলাকাবাসি চাদাঁ চাওয়া সন্ত্রাসীদের ওপর অতিষ্ট হয়ে ,মালীগাও গ্রামের এলাকাবাসীগণ চাঁদা চাওয়া সন্ত্রাসীদের পাবলিক ঘনধোলাই দিলেন
Leave a Reply