মোহাম্মদ ওসমান চৌধুরী,রাউজান (চট্টগ্রাম)
রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ হাজীপাড়া দরবার শরীফের প্রবর্তক উপমহাদেশের অন্যতম সুফী সাধক হযরত শাহ্ সৈয়দ মাওলানা এজাবত উল্লাহ্ (র:) প্রকাশ বড় মাওলানা সাহেব এর ৯৬তম ও তাহার একমাত্র পুত্র ওস্তাদুল ওলামা হযরত শাহ্ সৈয়দ মাওলানা ছায়াদ উল্লাহ্ (র:) এর ৯১তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ ১৭ মাঘ ৩১ জানুয়ারি বুধবার হাজীপাড়া দরবার প্রাঙ্গনে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। ওরশ শরীফ উপলক্ষে গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে বাদে ফজর পবিত্র খতমে কোরআন, বাদে মাগরিব হুজুরের জীবনি আলোচনা ও মিলাদ মাহফিল, বাদে এশা আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবরোক বিতরণ করা হবে। ওরশ শরীফের এন্তেজাম করবেন বড় মাওলানা সাহেবের বড় নাতি শাহজাদা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ আব্দুস সালাম এর পক্ষে আওলাদবৃন্দ শাহজাদা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ বজলুল করিম (ম.), শাহজাদা আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ মুজিবুল করিম, শাহজাদা সৈয়দ মোহাম্মদ মামুন। আখেরি মোনাজাত করবেন সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ বজলুল করিম (ম.)। এতে সকলের প্রতি ঈমানী দাওয়াত প্রদান করেছেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ মামুন।
Leave a Reply