সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
বলিউডের অভিনেত্রী পুনম পান্ডের জীবনাবসান। বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। শুক্রবার (২ জানুয়ারি ) সকালে পুনমের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। জানা গেছে, তাঁর ম্যানেজার পারুল চাওলা এই খবর প্রকাশ্যে এনেছেন। দীর্ঘদিন ধরে জরায়ু মুখের ক্যান্সারে ভুগছিলেন তিনি। অবশেষে ভারতের উত্তরপ্রদেশের নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৩ সালে “নেশা” ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন তিনি। লভ ইজ পয়জন’ ‘ মালিনী অ্যান্ড কোং’ দ্য জার্নি অফ কর্মা,র মতো ছবিতে অভিনয় করতে দেখা খেছে তাঁকে। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল রিয়েলিটি শো লক আপে’। এরপরই পুনম নামেই বিতর্ক। কখনও তাঁর ব্যক্তিগত ভিডিও ভাইরাল, কখনও বা তিনি স্বেচ্ছায় টপলেস। পরিস্থিতি যেমন হোক। নিজেকে বদলে ফেলেননি। কিন্তু হার মানতে হল তাঁকে ক্যান্সারের কাছে। অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা।
Leave a Reply