সুজন চক্রবর্তী, আসাম ( ভারত ) প্রতিনিধিঃ-
কলেজ যাওয়ার আগে খাবার দেয়নি মা। যা নিয়ে মায়ের সঙ্গে তুমুল ঝগড়া হয় ছেলের। শেষ পর্যন্ত রাগের বশে মাকেই খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এমনকি মাকে খুন করে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে ওই কলেজ পড়ুয়া। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের মুলবাগাল শহরে। পুলিশ সূত্রে প্রকাশ, শুক্রবার (২ ফেব্রুয়ারি ) সকালে কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ১৭ বছরের ওই কলেজ পড়ুয়া। বেরনোর আগে মায়ের কাছে জলখাবার চেয়েছিল সে। কিন্তু খাবার না দিয়ে তাকে বকাঝকা করেন মা। তা নিয়ে ২ জনের মধ্যে ব্যাপক তর্কাতর্কি শুরু হয়। কিশোরের দাবি, কথা কাটাকাটির সময় নাকি তার মা বলেছিলেন, ” তুমি আমার ছেলে নও” একথা শোনার পর তার মাথা ঠিক রাখতে পারেনি সে। একটি লোহার রড দিয়ে মায়ের মাথায় মেরে দেয়। যার ফলে মৃত্যু হয় ওই মহিলার। তারপর থানায় গিয়ে গোটা বিষয়টি নিজেই পুলিশকে জানায়। জানা গেছে, ওই কিশোরের সমস্ত দাবি খতিয়ে দেখছে পুলিশ। আপাতত তাকে আটক করে খুনের মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত কিশোর ডিপ্লোমার ছাত্র। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply