আরিফ মিয়া, স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের মাদকবিরুদ্ধে অভিযানে মোঃ হোসেন (১৯) পিতা বাদল হাওলাদার, মোঃ হানিফ (২৮) পিতা শাহজাহান বেপারী, এবং মোঃ ফয়সাল (২৯) হোসেন পিতা মৃত রজব আলী,
নামে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা এসআই কামরুল ইসলাম ও এএসআই ইলিয়াস সহ-সঙ্গীয় ফোর্স।
গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি ) দুপুরে দৈনিক প্রতিদিনের বার্তাকে এ তথ্য জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম।
গ্রেফতার হোসেন সিদ্ধিরগঞ্জ থানার বাদল হাওলাদার এর ছেলে ও হানিফ সোনামিয়া মার্কেট এলাকার শাজাহান বেপারীর ছেলে এবং মোহাম্মদ ফয়সাল সিদ্ধিরগঞ্জ থানার সৈয়দপুর এলাকার মৃত রজব আলী ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় সোনামিয়া মার্কেট রাজিব মিয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে থেকে মো: হোসেন সহ আরো দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়ারা জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।
Leave a Reply