ইদ্রিস হাসান,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
আদমজী ইপিজেডে বিদেশি মালিকানাধীন ইপিক গার্মেন্টস নামক একটি পোশাক কারখানায় খাবার খেয়ে চার শতাধিকেরও বেশি শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে অসুস্থ এসব শ্রমিকদের বৃহস্পতিবার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ইপিক গার্মেন্টস এর জেনারেল ম্যানেজার এডমিন নূর নবী সিদ্দিকী বলেন, শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনার বিষয়ে আমি অবগত। বৃহস্পতিবার বাৎসরিক অনুষ্ঠানে দেয়া খাবার খেয়ে গার্মেন্টের অনেকেই বমি করে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি। শ্রমিকরা অনেকেই চিকিৎসা নিয়ে তাদের বাড়ি ফিরেছেন। কেনো কি কারণে এমন হলো সে বিষয়ে তদন্ত চলছে।
আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মসিউদ্দিন বিন মেজবাহ জানান, বৃহস্পতিবার ইপিক গার্মেন্টের বাৎসরিক অনুষ্ঠান ছিল।
সেখানে দুপুরের খাবারের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যার পরে শ্রমিকরা অসুস্থ হতে থাকে। পরে তাদের কয়েকজনকে বেপজা হাসপাতালে পাঠানো হয়। বাকিদের নারায়ণগঞ্জের অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ঘটনাটি শুনেছি। খাবার খেয়ে ওই গার্মেন্টের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তাঁদের খোঁজখবর নিচ্ছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply