কলমে- জান্নাতুল আরেফ চৌধুরী (মিথিলাঃ-
মাগো তোমার আদর সোহাগ লাগতো অনেক ভালো, মাগো তুমি মায়ার সাগর, বেঁচে থাকার আলো।
আকাশের বুকে চাঁদ আছে, আমার ছিলে তুমি, তোমায় ছাড়া জীবন আমার শুধু মরুভুমি।
মাগো তুমি সোনালি সূর্যের পূর্ব আকাশের আলো, তুমি বিহীন জগত সংসার, লেগেনাতো ভালো।
মাগো তুমি আমায় ছেড়ে চলে গলে, ঐ দূর আকাশে তোমার জন্য আমার জীবন ঘুড়ি, উড়ে না আর বাতাসে!
মাগো তোমার কথা মনে পড়লে ঘুম আসেনা রাতে, থমকে যায় চোখের পাতা, মাগো, বুকের মাঝে কিযে কষ্ট জানে শুধু বিধাতা।
মাগো কোন অজানায় চলে গেলে, ঠিকানা নেই জানা, সাধ্য যদি থাকতো মাগো, পাড়ি দিতাম তোমার কাছে, শুনতাম না কারো মানা।