সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
নদীতে স্নান করতে নামাই কাল হল। স্নান করতে গিয়ে জলের তোড়ে ভেসে মৃত্যু হল একই পরিবারের ৩ সদস্যের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ভারতের কেরলে। রবিবার (৪ ফেব্রুয়ারি ) বিকেলে পদ্মা নদীতে স্নান করতে নেমে ছিলেন ৩জন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন ডুবে যাচ্ছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে বাকি ২ জন তলিয়ে যান। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন উদ্ধার করতে। কিছুক্ষণ পর তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসকরা ৩ জনকেই মৃত বলে ঘোষণা করেন। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।