সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর দাবি, অর্জুনের রথকে যেমন শ্রীকৃষ্ণ রক্ষা করেছিলেন তেমনই নরেন্দ্র মোদীর জন্য ভারত ও সুরক্ষিত রয়েছে। যদিও এই বক্তব্যের পর শুরু হয়েছে বিতর্ক। ভবানীপুরের একটি অনুষ্ঠানে রাজ্যপালের ওই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাঁর দাবি, চাটুকারিতার আশ্রয় নিয়েছেন কয়েকজন। রাজ্যপাল বলেছেন, ” অর্জুনের রথটি পুড়ে যাওয়া থেকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। এবং ভারত নামক রথটিও রক্ষা করছেন নরেন্দ্র কৃষ্ণ। তিনি আছেন বলেই ” ভারত ধ্বংস ” হয়নি।
Leave a Reply