সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ৮-
কুয়াশার জেরে ভয়াবহ দুর্ঘটনা। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন ৪ মহিলা শ্রমিক। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি ) ভোরে ভারতের পশ্চিমবঙ্গের রামপুরহাট তারাপীঠের সংযোগস্থলে মুনসুবা মোড়ে। জানা গেছে, এদিন ভোর ৪টায় রামপুরহাট ১ ব্লকের চিতুরিগ্রাম থেকে শ্রমিকরা কর্মসূত্রে যাচ্ছিলেন মাড়গ্রামের উদ্দেশে। যন্ত্রচালিত ভ্যানে ১৫ জন শ্রমিক মিলে ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে মাড়গ্রাম যাচ্ছিল। একে তো ভোরের আলো ফোটেনি তখনও। তার উপর ছিল মেঘলা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ। ভ্যানের আলো না থাকায় দৃশ্যমানতা অতি কম ছিল। অন্যদিকে, মল্লারপুরের দিক থেকে জাতীয় সড়ক ধরে আসছিল ৬ চাকার একটি ট্রাক। আচমকাই তা ভ্যানটিকে ধাক্কা দেয়। সকলে ছিটকে পড়ে যান। ৪ মহিলাকে পিষে দিয়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যান রাসমনি সর্দার, লীলা লেট ও রাখি সর্দার। ১ জনের মৃত্যু হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। বাকি ১১ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি।
Leave a Reply