সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ-
ভারতের কর্ণাটকের কৃষ্ণা নদী থেকে উদ্ধার করা হয়েছে শতাব্দী প্রাচীন বিষ্ণু ও শিবলিঙ্গের মূর্তি। বুধবার (৭ ফেব্রুয়ারি ) সরকারিভাবে তা জানানো হয়েছে। প্রশাসন সূত্রে প্রকাশ, ২টি মূর্তিই কয়েকশো বছরের পুরনো। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। সূত্রের খবর, কর্ণাটকের রাইচুরে নদীর উপর ব্রিজ নির্মাণের কাজ চলছিল। পিলার খোঁড়ার সময় এই কৃষ্ণা নদীর গর্ভ থেকে বিষ্ণু মুর্তি এবং শিবলিঙ্গ উদ্ধার হয়। স্থানীয়দের মতে, সদ্য নির্মিত রামমন্দিরের রামলালার মতোই বিষ্ণু মূর্তিটি দেখতে। প্রাথমিক ধারণা, নদী ভাঙনের জেরে কোনও একটি মন্দির তলিয়ে যায়। তাতে ও মূর্তি ২টি নদীতে তলিয়ে যায়। এখনও পর্যন্ত সেটি অক্ষত অবস্থায় রয়েছে।