সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ-
ফের পরিযায়ী শ্রমিকের রক্তে রঙ্গিন হল কাশ্মীর। বুধবার (৭ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় শ্রীনগরে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে মৃত্যু হয় কাশ্মীরের এক পরিযায়ী শ্রমিকের। গুরুতর আহত হয়ছেন আরও ১ জন। কাশ্মীর পুলিশ সূত্রে প্রকাশ, মৃতের নাম অমৃতপাল সিং। অমৃতসরের শাহিদগঞ্জ এলাকার বাসিন্দা তিনি। শ্রীনগরে হকারি করতেন সে। বুধবার (৭ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় আচমকাই প্রকাশ্য রাস্তায় অমৃতপালকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অমৃতপাল। ঘটনার সময়ে অমৃতপালের সঙ্গে ছিলেন আরও ১ জন। গুলি লেগে গুরুতর আহত হন তিনি। ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলেই খবর। আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। যদিও পুলিশ সূত্রে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কাশ্মীর পুলিশ জানিয়েছে, শ্রীনগরের ও ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে। আততায়ীর খোঁজে চলছে তল্লাশি।