সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ-
অযোধ্যায় রামমন্দির নির্মাণে অনুমতি দেওয়ার পাশাপাশি মসজিদ নির্মাণে ও সম্মতি দেয় সুপ্রিম কোর্ট। বিতর্কিত জমির যে অংশ মুসলিমদের দেওয়া হয়েছে। সেখানেই তৈরি হবে মসজিদ । সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য শোধনের পর মক্কা ও মদিনা থেকে প্রথম ইট এসে পৌঁছল ভারতে। মুম্বাইয়ের একটি ভাটাতে তৈরি ইটগুলি ৪জন ভক্ত এসে নিয়ে যান মক্কায়। তারপর মক্কায় ইটগুলি পবিত্র শোধন প্রক্রিয়া করা হয়। ইটগুলি তৈরি করা হয়েছে কালো মাটি দিয়ে। শুধু তাই নয়, গিল্টে মসজিদের নাম এবং কোরানের অনুচ্ছেদ খোদাই করা হয়েছে। ১২ মার্চ রমজান ঈদের পর অযোধ্যার ধন্নিপুরে এইগুলি নিয়ে যাওয়া হবে।
Leave a Reply