আরিফ খান শুভ, স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের উদ্যোগে ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৪ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের মাঠ প্রঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরু ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন স্কুল এন্ড কলেজের গভর্নিংবডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ সাবেক পৌর প্রশাসক ও রেবতী মোহন স্কুল এন্ড কলেজের গভর্নিংবডি দাতা সদস্য আলহাজ্ব আব্দুল মতিন প্রধান, গভর্নিংবডি (কলেজ শাখা) অভিভাবক সদস্য মোঃ মজিবুর রহমান, গভর্নিংবডি (কলেজ শাখা) অভিভাবক সদস্য মোঃ ছিদ্দিক,গভর্নিংবডি ডিজ (স্কুল শাখা) অভিভাবক সদস্য সালাহউদ্দিন আহমেদ,
গভর্নিংবডি (স্কুল শাখা) শিক্ষক প্রতিনিধি মোঃ শরিফ উদ্দিন খান, গভর্নিংবডি (সংরক্ষিত মহিলা) অভিভাবক সদস্য মিসেস নুসরাত জাহান, গভর্নিংবডি (সংরক্ষিত মহিলা) শিক্ষক প্রতিনিধি মিসেস আক্তার জাহান’সহ
আরো অনেকে। অনুষ্ঠানের আহবায়ক সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ নজরুল ইসলামের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের খেলাধুলার মধ্য দিয়ে পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি নুরু ইসলাম।
Leave a Reply