সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে অনেকদিন পূর্বে। তারপর জীবনসঙ্গী হিসেবে এক যুবককেই বেছে নিলেন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ওরফে বাসু। বীরভূমের যুবক বিয়ে করলেন হাওড়ার আর এক যুবককে। এনিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। নববিবাহিত ২ যুবককে বরণ করার জন্য অপেক্ষায় করিধ্যার সেনপাড়ার বাসিন্দারা। চাঁদা তুলে তাঁরা প্রীতিভোজের ও আয়োজন করছেন। এনিয়ে এলাকায় মুখরোচক আলোচনার সৃষ্টি হয়েছে।
Leave a Reply