সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ধাকদোহ গোপাল পুর গ্রাম পুকুর গ্রামের বাসিন্দা মো:মতিউরের দোকান ঘর পুড়ে প্রায় ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। সরেজমিন পরিদর্শন কালে তিনি জানান আমি একজন দিনমুজুর দিনে আনি দিনে খাই নিজের থাকার জায়গা টুকুও ছিলনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রকল্পের ঘর উপহার পেয়ে সংসার ভালোই চলছিল জায়গার একপাশে একটা দোকান করে সংসার চলতো দোকানে প্রায় ৪লক্ষ টাকার মালামাল ছিল এবং কেস ছিল প্রায় ৮০হাজার টাকা গত শনিবার রাত১০টার দিকে আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে একটা মালামাল বের করতে পারিনি এবং আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে আমি বলতে পারছি না সব পুড়ে আমি এখন নিঃশ্ব হয়ে গেছে রাতে স্হানীয় ওয়ার্ড মেম্বার অজয় কুমার ঘটনা স্থল পরিদর্শন করেন বলে তিনি জানান।স্হানীয় বাসিন্দা মোঃমামুনুর রসিদ (২৫) জানান তার ঘরে সদস্য সংখ্যা মোট ৬জন অবহেলিত সংসারের একমাত্র আয়ের উৎস ছিল একমাত্র দোকান, অসহায় মতিউর ও খুব অসুস্থ দোকান ঘরটি পুড়ে আজ সে সর্ব শান্ত এ পর্যন্ত উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদ হতে কোন আর্থিক সাহায্য পায়নি মতিউর আজ সে খাবে সে খাবার টুকুও তার ঘরে নেই। তাই এলাকা বাসীর পক্ষ থেকে উপজেলা প্রসাশন হতে যেন মতিউরকে আর্থিক সহায়তা প্রদান করা হয় হয় এই প্রতাশ্যা জানাচ্ছি।