এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টারঃ-
সমাজ সেবক শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশন এর উদ্যোগে জামালপুরের বকশীগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন হয়েছে।
রবিবার (২৫ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যপি চলে এই ক্যাম্প । উপজেলার বগারচর ইউনিয়নে পরিষদ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান।
বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মন্জরুল হক জনি, সমাজ সেবক শাখাওয়াত হোসাইন, ডাঃ রফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল বাছেদসহ আরো অনেকেই।
চক্ষু চিকিৎসা ক্যাম্পটি পরিচালনা করেন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল।