স্টাফ রিপোর্টারঃ-
শ্রীবরদীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো শ্রীবরদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কাকিলাকুড়া গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক শ্রেণীর নির্বাচন। ২৮ শে ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে বিকেল পযন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় অভিভাবক শ্রেণীর সদস্য পদের নির্বাচন।
এতে ১২৮ ভোট পেয়ে বিপুল মিয়া, ১২২ ভোট পেয়ে সায়েম মিয়া, ১১৪ ভোট পেয়ে নুর হোসেন, ১০৪ ভোট পেয়ে জহুরুল ইসলাম সদস্য ক্যাটাগরিতে নির্বাচিত হয়। এছাড়াও অভিভাবক ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নেওয়া আব্দুল খালেক প্রাপ্ত ভোট ১০২ ও আতিকুর রহমান প্রাপ্ত ভোট ৫৯।
বুধবার দুপুরে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন শ্রীবরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ , থানার অফিসার ইনচার্জ ওসি কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার।
এসময় নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকা এসআই মাইনুল রেজা, কাকিলাকুড়া বিট পুলিশিং কর্মকর্তা এএসআই মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ, শ্রীবরদী উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শ্রীবরদী প্রেসক্লাব সভাপতি
রেজাউল করিম বকুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক নইমুদ্দিন আকন্দ, কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালেব আকন্দ উপস্থিত ছিলেন। প্রিজাইটিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর বলেন শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের জয় পরাজয় মেনে নিয়েছেন ।
Leave a Reply