রাজীব মুন্সী, রংপুর জেলা প্রতিনিধিঃ-
রংপুর জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ সভায় ২০২৪ ইং সালের জানুয়ারী মাসে মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রন সহ সকল বিষয় বিবেচনায় রংপুর জেলার শ্রেষ্ঠ এস আই ও শ্রেষ্ঠ বিট অফিসার হলেন পীরগাছা থানার এস,আই ফারুক আহমেদ ও এ, এস, আই রশিদুল ইসলাম। অত্র থানায় যোগদানের পর দক্ষতা ও সার্বিক কর্ম মূল্যায়নের জন্য রংপুর জেলার মাসিক অপরাধ ও কল্যান সভায় পীরগাছা থানার এস, আই ফারুক আহমেদ ও এ, এস, আই রশিদুল ইসলাম এ পুরস্কার পান।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল-১১.০০ ঘটিকায় রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভা শেষে রংপুর জেলার শ্রেষ্ঠ এস, আই ও শ্রেষ্ঠ বিট অফিসার পীরগাছা থানার ফারুক আহমেদ ও এ, এস, আই রশিদুল ইসলাম কে ক্রেস্ট তুলে দেন, রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পদ উন্নতি প্রাপ্ত পুলিশ সুপার, মোঃ তরিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোছাঃ সুলতানা রাজিয়া সহ রংপুর জেলার সকল থানার ওসি ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
এস,আই ফারুক আহমেদ বলেন, ‘আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও জনতার মেলবন্ধন অত্যন্ত জরুরি। এই অর্জনের পেছনে পীরগাছা থানার (ওসি) সুশান্ত কুমার সরকার ও (তদন্ত ওসি) সেলিমুর রহমান সেলিম স্যারের অনুপ্রেরনা ও নিবিড় তদারকি আমাকে দায়িত্বের প্রতি আরো গতিশীল করেছে। যে কোনো পুরস্কারই কাজে উৎসাহ বাড়ায়। আমাকে পুরস্কারের জন্য মনোনীত করায় রংপুর জেলা পুলিশ সুপার স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এ, এস, আই রশিদুল ইসলাম বলেন, প্রতিটি পুরস্কারই কাজের গতি বাড়িয়ে দেয়। আমি আরও ভালোভাবে আমার ওপর অর্পিত দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবো। এই অর্জনের পেছনে পীরগাছা থানার (ওসি) সুশান্ত কুমার সরকার ও (তদন্ত ওসি) সেলিমুর রহমান সেলিম স্যারের অনুপ্রেরনা ও নিবিড় তদারকি আমাকে দায়িত্বের প্রতি গতিশীল করেছে। আমাকে পুরস্কারের জন্য মনোনীত করায় রংপুর জেলা পুলিশ সুপার স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।