সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ভয়াবহ পথ দুর্ঘটনা ভারতের উত্তরপ্রদেশের চিত্রকুটে। অটো ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ৫ জন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। সূত্রে প্রকাশ, মঙ্গলবার (২ এপ্রিল ) সকালে এই ঘটনাটি ঘটে ঝাঁসি মির্জাপুর ন্যাশনাল হাইওয়েতে। এদিন একটি অটোতে সজোরে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্পার। সংঘর্ষের অভিঘাতে এতটাই ছিল যে অটোটি পুরো দুমড়ে মুচড়ে যায়। সেই সময় অটোটিতে ৫ জন ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত প্রয়াগরাজের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Leave a Reply