সোহেল কবির, স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের রূপগঞ্জের সমাজসেবী সংগঠন পূর্বাচল মানব কল্যাণ সংস্থার উদ্যোগে স্থানীয় ৫ শতাধিক হত দরিদ্র ও নিন্ম আয়ের লোকজনকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। ৮ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য রিটন প্রধান। এতে প্রধান আলোচক ছিলেন সলিম উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালূম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ব্যবসায়ী রিপন মিয়া,বিশেষ অতিথি ছিলেন, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, শিক্ষক মঞ্জুরুল ইসলাম, অলী উল্লাহ মীর, সংগঠনের সভাপতি হামিদা সরকার,সাধারণ সম্পাদক বাবুল হোসেন প্রমূখ। এ সময় স্থানীয় দরিদ্রদের মাঝে উপহার তুলে দেন অতিথি ও সংগঠনের সদস্যরা।
Leave a Reply