মোঃ সুজন বেপারী,নিজস্ব প্রতিবেদকঃ-
বাংলাদেশ হানা গ্রুপের চেয়ারম্যান এর মাহে রমজানের ঈদ-উল ফিতরের শুভেচ্ছা বার্তায় ঈদ মোবারক রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মানে আনন্দ : ঈদ মানে খুশি। ঈদ মানে সৌহাদ্য আর সম্প্রীতি। তাই সাওয়ালের চাঁদ আমাদের মাঝে নিয়ে আসে খুশি ও আনন্দের ফল্গুধারা পবিত্র মাহে রমজানের ঈদুল ফিতর-আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। রমজান মুবারক।
বাংলাদেশ জাপান বঙ্গবন্ধু পরিষদ জয়েন্ট ভেঞ্চার এর ব্যবস্থাপনা পরিচালক হানা গ্রুপের চেয়ারম্যান ও মুন্সীগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগের রাজনীতিবিদ হারুন অর রশিদ বলেন- ঈদ মানে আনন্দ। পবিত্র ঈদুল ফিতর প্রতি বছর আমাদের জন্য নিয়ে আসে আনন্দের নতুন বার্তা। ঈদ আমাদের জাতীয় উৎসব। তাই আমাদের জাতীয় জীবনে বিদ্যমান অশান্তি দূর করায় আমরা নিতে পারি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ। যদি তা সম্ভব হয়, তবে এই জাতীয় উৎসব আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রে আনন্দ বয়ে আনবে, আর সেটাই সবার প্রত্যাশা।যাতে জীবনঘনিষ্ঠ এই উৎসবে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সব শ্রেণীর মানুষ। ধনী-গরিবের সব ব্যবধান ভুলে সবাই যেন ঈদের আনন্দে শরিক হতে পারে।ঈদ হোক সবার জীবনে আনন্দের উৎস। আসন্ন ঈদকে সামনে রেখে এটাই আমাদের প্রত্যাশা।
ঘুচে যাক দু:খ, আছে যত মনে: বয়ে যাক আনন্দ ঈদের আগমনে পবিত্র রমজান মাসে ১ মাস সিয়াম সাধনার পর আবার এসেছে ঈদ- উল ফিতর। রমজানের পবিত্রতা রক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের সারা বছর সুন্দর ও সুষ্ঠুভাবে জীবন যাপনের তৌফিক দান করুন আমিন। আসুন আপনার প্রতিবেশি অথবা হতদরিদ্রদের সঙ্গে ঈদের একটু খুশি ভাগাভাগি করে নিয়ে ঈদকে আরো মহিমান্বিত করে তুলি। রমজান মুবারক।
Leave a Reply