মোক্তার হোসেন,স্টাফ রিপোর্টারঃ-
কয়রায় মাঠের পর মাঠ সোনালি ধানের শিষ বাতাসে দোল খাচ্ছে। মৌ মৌ গন্ধে কৃষকের চোখেমুখে ছড়াচ্ছে হাসির ঝিলিক। এরই মধ্যে ৮০ ভাগ ধান কাটার উপযোগী হয়েছে। চলতি মৌসুমে বাম্পার ফলন হয়েছে। উৎসব আর আনন্দের মধ্যে দিয়ে চলছে ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। বৃষ্টি না থাকায় ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কয়রার কৃষকরা। জানা যায়, আবহাওয়া অনুকূল থাকায় কয়রায় ৭ টি ইউনিয়নে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কয়রা কৃষি অফিস সূত্রে জানা গেছে কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা গত বছরের তুলনায় দ্বিগুণ ছাড়িয়ে যাবে।উপজেলার মাঠগুলো এখন সোনালি রঙে অপরূপ শোভা ছড়াচ্ছে। ইতোমধ্যে কয়রা উপজেলার বিভিন্ন স্থানে বোরো মৌসুমের ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। কৃষকরা ধান ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন। তাই কৃষকের মনে দোলা দিচ্ছে খুশির আমেজ। তরমুজ চাষে সফলতা অর্জনের পর ও কৃষি অর্থনীতির চাকা সচলে মুখ্য ভূমিকায় থাকে বোরো ধান। প্রান্তিক, ক্ষুদ্র ও বর্গা চাষি এবং কৃষি শ্রমিক মিলিয়ে হাজার হাজার মানুষের জীবন-জীবিকার সংগ্রাম চলবে মাসব্যাপী। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বোরো জমির ধান পেকে সোনালি রঙে শোভা ছড়িয়ে দুলছে। পাকা ধান কাটায় ব্যস্ত কৃষক-শ্রমিক। শ্রমিকের পাশাপাশি ধান কাটায় ব্যবহার হচ্ছে আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও রিপার মেশিন। উপজেলার বাগালী ইউনিয়নের নারায়নপুর গ্রামের মাষ্টার আব্দুর রব জানান, নানা প্রতিকূলতার পরও ধানের বাম্পার ফলন হয়েছে। তবে এবার বোরো মৌসুমের শুরু থেকেই বৈরী আবহাওয়ার ধকল, তারপর দফায় দফায় কৃষি উপকরণের বাড়তি দাম গুনতে হয়েছে কৃষককে। তিনি ১ বিঘা জমিতে মিনিকেট জাতের ধান আবাদ করে ধান পেয়েছেন ৩৫ মন । আগামীতে আরও বেশি চাষাবাদ করবেন বলে জানিয়েছেন।
কয়রা উপজেলা কৃষি অফিসার আব্দুলাহ আল মামুন বলেন, এ বছর কয়রা উপজেলার ৭টি ইউনিয়নে ৫৭২৭ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে। কৃষকদের বিনামূল্যের সার ও বীজ দেওয়া হয়েছে। বাম্পার ফলনে কৃষকরা খুবই খুশি। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষাবাদ হওয়ায় ফলন বেশি হয়েছে । তিনি আশা করেন
আবহাওয়া ও বাজারদর অনুকূলে থাকলে কৃষকরা এবার লাভবান হবেন।
প্রশাসন থেকে মনিটরিং করা হচ্ছে, যাতে কৃষকরা ধান বিক্রিতে সঠিক দাম পান। সে বিষয়ে উপজেলায় নির্দেশনা দেওয়া হয়েছে। ধান কেনাবেচায় কোনো প্রকার অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply