স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ পলিটিক্যাল স্পেশাল ব্রাঞ্চ এসবি শাখার কর্মকর্তা অতিরিক্ত আইজিপি জনাব মাহবুব হোসেন (পিপিএম বার) (বিপিএম বার) মহোদয় বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবে জাতীয় ইমাম সমাজ প্রোগ্রামে চমৎকার বক্তব্য রাখেন।
অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বলেন, জাতীয় ইমাম সমাজের সাথে আমার বহু দিনে পুরানো সম্পর্ক প্রায় জন্মলগ্ন থেকে সম্পর্ক আছে আমি অনুরোধ করবো জাতীয় ইমাম সমাজ আপনারা মিলেমিশে সবাই এক সাথে কাজ করবেন জদি আপনারা সঠিক নেতৃত্ব দেন তাহলে ইমামরা সঠিকভাবে পরিচালনা হবে এবং সমাজের আমি যতটুকু ফিল করি সমাজের সব চাইতে সন্মানিত ব্যাক্তি ইমাম আমরা ছোট বেলায় দেখেছি মসজিদে সকাল বেলা ইমাম সাহেব আমাদের পড়াতেন অত এব আমরা কিন্তু স্কুলের আগে মসজিদে পড়াশোনা করেছি এটা কিন্তু অই শিশুর মনে গেতে গেছে।
মাহবুব হোসেন বলেন, মসজিদের ইমামরা কিন্তু একজন লিডার একজন ইমাম একটা গ্রাম মসজিদকে অই এলাকায় সে নেতৃত্ব দেন উনি কিন্তু পঞ্চায়েতের একজন নেতা। একজন শিশু কিন্তু উনার কাজ থেকে শিখে উনাকে একজন আইকন নেতা হিসেবে তাকে ফোলো করে ইমামদের অইভাবে চলতে হবে যাতে সারা বাংলাদেশ মানুষ ইমামদের সিম্বল মনে করে। আপনারা ইমাম যারা আছেন তারাও তাদেরও প্রশিক্ষণ আছে যারা টিচার যারা ছাত্রদেরকে পড়ায় তারাও কিন্তু ছাত্র রাতেবেলায় তারাও পড়াশোনা করে এবং ছাত্রদের কে ও পড়ায় আমি জানি ইমাম প্রশিক্ষণ কেন্দ্র আছে আপনারা শিশুদের কে ভালো ভাবে পড়াশোনা করাবেন যাতে আগামী উন্নত প্রজন্ম যায় আমাদের রুসুল যেটা বলে গেছেন সেটা কিন্তু পালন করতে পারি। আমরা কিন্তু সে জায়গায় নাই আমাদের রুসুল বলে গেছেন মানুষ কে যে ভাবে গড়ে তুলা হউক ইসলামের শিক্ষা দেওয়া মানবতার শিক্ষা দেওয়া এটা কিন্তু ইমামদের দায়িত্ব রয়েছে। আপনারা এখানে যারা আসছেন সবাই নেতা প্রত্যেক এলাকায় সারা বাংলাদেশে আপনারা ছড়িয়ে পরবেন এবং আপনাদের যে মেসেজ গুলো আছে ভালো ফিল আছে সে গুলো আপনারা পৌঁছে দিবেন। মডান ইসলাম ইসলাম কিন্তু মডান না ইসলাম অলওয়েজ মডান ইসলাম কোটি কোটি বছর আগেই থেকে আধুনিক ইসলামের যে মূলবোধ ইসলামের যে আদর্শ সংসার জীবন আধুনিক জীবন বিজ্ঞান সমন্দে কি বলেছে এগুলি সব বিষয় গুলো শেখাবেন শিশুদের মনে বুজিয়ে দিবেন এই ছোট শিশু কিন্তু একদিন বড় হবে সে আবার সমাজকে বুজাবে।
দীর্ঘদিন গোয়েন্দা সংস্কায় কর্মজীবনে মাহবুব হোসেন তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থায় কাজটা হলো আপনি চিনবেন আপনাকে চিনবে না দিস ইস সাকসেস।
Leave a Reply