নিজস্ব প্রতিবেদকঃ-
ঢাকার প্রানকেন্দ্র মতিঝিলে পূর্বে একটি চাঁদাবাজ চক্রের অত্যাচারে অতিষ্ঠ ছিল অফিস পাড়ার কর্মরত লোকজন সহ রেহায় পাইনি ফুটপাতের ব্যবসায়ীরাও নুরু মতিঝিল এলাকায় দীর্ঘদীন যাবৎ সামাজিক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে চাঁদাবাজি রোধে দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধে সবসময় প্রতিবাদ করে আসছে ,
বর্তমান কমিশনার সুক্ষ্র মনের অধিকারী মোজাম্মেল আসার পর নুরুকে সাথে নিয়ে সকল চাদাবাজী বন্ধ করে দেয় , এতে করে ঐ চক্রটি সুবিধা করতে না পেরে নুরুকে হেয় প্রতিপন্ন করতে শুরু করে ষড়যন্ত্র ,মিথ্যা তথ্যদিয়ে অপপ্রচার যা দেখে সাধারন মানুষের মনে নিন্ধার ঝড় বইছে ।
এদিকে নুরু কমিশনারের সহযোগতায় মতিঝীল এলাকায় আইন শৃংখলা রক্ষার্থে সামাজিক উন্নয়ন ,হকারদের সু-শৃংখল করা ,পথচারীদের স্বচ্ছ যাতায়েতের জন যানজট নিরসনে প্রশাসনেষ পাশাপাশি কাজ করে যাচ্ছে। একাধিক ব্যবসায়ী ও ফুটপাতের ব্যবসায়ী জানায় নুরু নিজ উদ্দোগে সামাজিক দায়িত্ব বোধ থেকে মতিঝিল এলাকায় বিভিন্ন্ উন্নয়ন মূলক শিক্ষামুলক কর্মকান্ড করে যাচ্ছে নুরু দায়িত্ব নিয়ে কর্মকান্ড করায় কোন চাঁদা দিতে হয়না । আমরা সুন্দর ভাবে ব্যবসা করে যাচ্ছি । নুরু বিরোদ্বে অপপ্রচার খুবই নিন্দনীয়
Leave a Reply