সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ভারতের উড়িশার পুরীর গুন্ডিচা মন্দিরে ভয়াবহ অগ্নিকান্ড। শনিবার ( ১ জুন) সকালে জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের নকাচনা দ্বারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মন্দিরের কাছে একটি ফাইবারের তৈরি ব্যারিকেডে আগুন লেগে যায়। মন্দিরের কর্মীদের নজরে আসতেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। খবর দেওয়া হয় দমকলে। জানা গেছে, দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকান্ডে হতাহতের খবর নেই। কিভাবে আগুন লাগল তার কারণ জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, গত ২৯ মে জগন্নাথ দেবের চন্দন যাত্রায় আতসবাজি পোড়ানোর সময় আগুন লেগে যায় ও বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ১ শিশু সহ ৩ জনের মৃত্যু হয়। পাশাপাশি শিশুসহ ২৫ জন আহত হন। ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়ায়। রথযাত্রার আগে পুরীতে ফের অগ্নিকান্ডের ঘটনায় উদ্বিগ্ন জগন্নাথ ভক্তরা।
Leave a Reply