সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ওমানের রাজধানী মাসকট থেকে মুম্বইগামী বিস্তারার বিমানে এক মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ উঠল বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। মুম্বইয়ে বিমান অবতরণ করতেই ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম মহম্মদ দুলাল। বিমানবন্দর সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ) গভীর রাতে মাসকট থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছিল বিস্তারা সংস্থার বিমান। অভিযোগ, মুম্বইয়ে বিমান নামার আধঘন্টা আগে এক বিমান সেবিকার উদ্দেশে অশ্লীল অঙ্গ ভঙ্গি করেন ওই যুবক। বিমান অতরণ করতেই সহর পুলিশের হাতে দুলালকে তুলে দেন বিমানবন্দর কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, মুম্বই থেকে অন্য একটি বিমানে ঢাকা যাওয়ার কথা ছিল দুলালের। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর ) তাঁকে অন্ধেরী আদালতে পেশ করা হয়। দুলালের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেল মানসিকভাবে অসুস্থ। ইংরেজি ও হিন্দি ঠিকমতো বুঝতে পারেন না। ভাষা ঠিকমতো বুঝতে না পারার কারণে এবং মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তাঁকে ফাঁসানো হয়েছে। যদিও দুলালের আইনজীবীর এই যুক্তি ধোপে টেকেনি। শুক্রবার (৮ সেপ্টেম্বর ) পর্যন্ত দুলালের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Leave a Reply