কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রামঃ-
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ হাটহাজারী শাখার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী উপজেলার ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র আলিম মাদরাসা শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়নুল আবেদীন।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, ‘আমরা একথা সকলেই জানি, গাছ আমাদের অক্সিজেন দেয়। আরো নানা কাজে ব্যবহার করে থাকি, বড়দের পাশাপাশি আমরা যারা স্টুডেন্ট রয়েছি তাদের মাঝেও গাছের প্রতি সদয় হওয়া উচিত। এই কাজই করে যাচ্ছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। বৃক্ষপ্রেম একজন আদর্শ শিক্ষার্থীর অন্যতম পরিচায়ক, আশাকরি তোমরা এমনই হবে” মাদরাসার ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তিনি।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি সৈয়দ জাফরেদুল আবেদীন নবাবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন- ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মুফতি আব্দুল আওয়াল আল-কাদেরী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ও হাটহাজারী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অরুন চৌধুরী, মোঃ নঈম উদ্দিন, ওয়াহিদুল আলম রিয়াদ, মোঃ ফয়সাল, যুগ্ম-সাধারন সম্পাদক একরামুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক নাঈমুল হাসান রকিব, শুভ ভৌমিক, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক জায়দিদ মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ইবনুল নেওয়াজ, মহানগর থানা সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মাহিন, উত্তর জেলা ছাত্রলীগ নেতা রাজু কামাল, ইকবাল শাওন, আজহারুল ইসলাম তুষার, শাহ নেওয়াজ।
উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ হাটহাজারী উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে আবুল কাশেম ইমন, মোঃ আরমান, মোঃ খুরশেদ, মোঃ হৃদয় রেজা, আবু বক্কর সামি, ইশতিয়াক হোসেন ইফতি প্রমূখ।
Leave a Reply