উজ্জল চৌধুরী,নিজস্ব প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১১,০০০ পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। অভিযান পরিচালনাকারী একটি দল ( ২৫ ই সেপ্টেম্বর )রাত ৮ টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নবীগঞ্জ গুদারাঘাট মডেল গ্রুুপ গোডাউনের সামনে পাকা রাস্তার উপর থেকে ইয়াবাসহ তাদের কে গ্রেফতার করে৷
সাব- ইন্সপেক্টর (নিরস্ত্র)মোঃ এস এম শামীম এর নেতৃত্বে ডিবি পুলিশ এএস আই (নিঃ) জনাব রঞ্জিত সরকার, এএসআই(নিঃ)আরাফাত হোসেন,
কং-দিপল কুমার বিশ্বাস, কং- মোঃ সুমন মিয়া, কং-আব্দুল্লাহ আল মামুন,কং-মোঃ আল আমিন,
সংগীয় ফোর্স সহ এই অভিযান পরিচালনা করেন।
ওই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ গ্রেফতারকৃত আসামিদের ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে
Leave a Reply